'মুখ্যমন্ত্রী কী করবে, তা স্ক্রিপ্টেড'। নীতি আয়োগের বৈঠকে মাইক-বিতর্কে ফের মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী। বললেন, 'কলকাতা থেকে আসার আগে তাঁর স্প্রিট তৈরি। আগে থেকে তৈরি করা নাটকের দৃশ্য। সেই দৃশ্যে কী কী হবে, আপনাদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন'।অধীর বলেন, 'নীতি আয়োগে কী হবে, কী হতে চলেছে, তিনি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলতে দেওয়া হলে ভালো, না হলে বেরিয়ে আসবেন।
ঘটনাটি ঠিক কী? আজ, শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হল দিল্লিতে। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই যখন সেই বৈঠক বয়কট করলেন, তখন একমাত্র ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকের মাঝ-পথে ওয়াক-আউট করেন তিনি। অভিযোগ, 'আমাকে বলতে দেওয়া হয়নি। আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়। আমি বলতে শুরু করার ৫ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক'।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি। শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন