পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শুভমন গিলের ভারত এখন জিম্বাবোয়ে রয়েছে। হারারেতে প্রথম টি-২০ ম্যাচেই ভারত হেরে যায় ১৩ রানে। আর এরপরেই শুভমনের স্কোয়াডের বিস্তর সমালোচনা হয়েছিল। সমালোচনার রেশ কাটার আগেই, ভারত একেবারে হাড়েমজ্জায় সিকান্দার রাজাদের বুঝিয়ে দিল যে, টিম ইন্ডিয়া কী জিনি। প্রথম টি-২০ হারের কয়েক ঘণ্টার ব্য়বধানে দারুণ প্রত্যাবর্তন ভারতের। ১০০ রানে দ্বিতীয় টি-২০ জিতে শুভমনরা সিরিজ ১-১ করল। আর এদিন অভিষেক শর্মা ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করেই ভারত রানের পাহাড়ে পিষে দেয় 'দ্য জুয়েল অফ আফ্রিকা'কে।
এদিন হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো চমকপ্রদ সেঞ্চুরি করেন অভিষেক শর্মা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন