কয়েক বছর আগেই আলাদা হয়েছে পথ। আমির খান এবং কিরণ রাওয়ের ডিভোর্সের খবর ঘিরে বিতর্ক কম হয় নি। তাঁদের বিয়ে ভাঙা কিন্তু সমালোচকদের কটাক্ষ, সমালোচনায় পাত্তা না দিয়ে বিচ্ছেদের পরও বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির-কিরণ। বলিউডের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান হোক বা সিনেমার প্রিমিয়ার, একসঙ্গেই দেখা যায় দুই তারকাকে। এবার একসঙ্গে ছুটি কাটানোর ছবি দিলেন।ছেলে আজাদ রাও খানকে নিয়ে ঘুরতে গিয়েছেন আমির এবং কিরণ। রবিবাসরীয় সেই আড্ডার ক্যামেরাবন্দি মুহূর্তই শেয়ার করে লিখলেন, "রাও-খান হলিডে।" ফ্রেমে প্রাক্তন দম্পতির সঙ্গে দেখা গেল তাঁদের একমাত্র ছেলেকেও। খুশির মেজাজে আমির-কিরণকে দেখে নেটপাড়ার কৌতূহল, 'তাহলে কি তাঁদের ভাঙা বিয়ে জোড়া লাগছে?' মাসখানেক আগে মৌসুরিতে গিয়েছিলেন তাঁরা। সেখানকার উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করানোর মাঝেই মৌসুরির ইতি-উতি ঘুরে এসেছেন প্রাক্তন দম্পতি। মেয়ে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান , কিরণ রাওরা। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের মাখোমাখো রসায়ন, খুনসুঁটির ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এমনকী একসঙ্গে ভোট দিতে গিয়েও ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তাঁরা। সকলের একটাই প্রশ্ন, 'আপনাদের একসঙ্গে এত হাসিখুশি দেখায়, কেন বিচ্ছেদ হল?' সম্প্রতি আমির খান ১০ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। তাহলে কি আবার নতুন শুরুর পথে হাঁটতে চলেছেন আমির-কিরণ?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন