আইপিএল সংসারে এবার প্রত্যাবর্তন হতে চলেছে যুবরাজ সিংয়ের! ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে, গুজরাট টাইটান্সের কোচ হিসাবে আইপিএলে ফিরতে পারেন যুবি। সেক্ষেত্রে গুজরাট ছাড়তে পারেন আশিস নেহেরা। আইপিএলের মেগা নিলামের আগে একাধিক দলের ম্যানেজমেন্টে পরিবর্তন হচ্ছে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বাদে কেকেআরের প্রায় পুরো কোচিং স্টাফটাই চলে গিয়েছে ভারতীয় দলে।
২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে গুজরাট টাইটান্সের। সেবছর থেকেই কোচের পদে রয়েছেন নেহেরা। প্রথম মরশুমেই হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে দলকে চ্যাম্পিয়ন করেন নেহেরা। পরের বছর রানার্স আপ। কিন্তু গত মরশুমে হার্দিক দল ছাড়া এবং শামির চোটের জন্য গুজরাটের দল ছন্নছাড়া হয়ে যায়। শুভমান গিলের নেতৃত্বে প্লে-অফে সুযোগ পায়নি গুজরাট। শোনা যাচ্ছে, এবার মেগা নিলামের আগে টিম ম্যানেজমেন্ট পুরো পালটে ফেলতে চায় গুজরাট ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে বিদায় নিতে পারেন নেহেরা এবং বিক্রম সোলাঙ্কি। বদলে কোচ হয়ে আসতে পারেন যুবরাজ সিং।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন