তৃতীয় মোদি সরকার গঠন করাই ভুল হয়েছে। যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার পরেও খাড়গে দাবি করেছেন, 'এনডিএ সরকার গঠন করাই ভুল হয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে জনমত নেই। এই সরকার সংখ্যালঘু৷ যে কোনও সময় এই সরকারের পতন ঘটতে পারে।'
বেঙ্গালুরুতে খাড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, 'তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক। এই সরকার দেশের জন্য ভাল কাজ করুক, সেটাও আমরা চাই।
লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। ফলে ম্যাজিক ফিগার ২৭২-এর অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে। গত দুটি লোকসভা নির্বাচনের ফলের নিরিখে যা বিজেপির কাছে বড় ধাক্কা।
মূলত চার জোট সঙ্গী চন্দ্রবাবু নায়ডুর টিডিপি, নীতীশ কুমারের জেডিইউ, এননাথ শিন্ডে পন্থী শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন