বাংলার পর এবার বিহার। ফের আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া নিট (NEET) দুর্নীতি মামলার তদন্তে বিহারে গিয়ে গ্রামবাসীদের হাতে কার্যত গণপিটুনি খেলেন সিবিআই অধিকারিকরা। ভাঙচুর চালানো হল কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই মামলার তদন্তে নেমে এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে সকাল ১০ টা নাগাদ বিহারের নওয়াদা জেলার রজৌলিতে উপস্থিত হন তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাসিয়াড়ি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাঁদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় সিবিআই আধিকারিকদের। ভাঙচুর চালানো হয় এজেন্সির গাড়িতে। বেগতিক বুঝে স্থানীয় রাজৌলি থানাকে খবর দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সেখান থেকে বিশাল পুলিশবাহিনী এসে শান্ত করে গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দাদের দাবি ভুয়ো অফিসার ভেবেই তাঁদের উপর এই হামলা চলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন