লোকসভা ভোটে লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। এমনকী জেতা আসনও হাত থেকে চলে গিয়েছে। মোট ১২ টি আসন পেয়েছে গেরুয়া শিবির। একটি আসনে কংগ্রেসকে বাদ দিলে বাকি সব কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল।
'লক্ষ্মীর ভাণ্ডার' সম্পর্কে বলতে গিয়ে তথাগত রায় বলেন, "তৃণমূলের সব দুর্নীতি, সব চুরি ঢাকা পড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। তবে এর একটা ভয়াবহ পরিণাম আছে।" ব্যাখ্যা দিতে গিয়ে তথাগত বলেন, "পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর আজ রাজ্যের মানুষের মানসিকতা হল, বিনা পরিশ্রমে টাকা পাওয়া। সেটাই শিখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসে আহার-নিদ্রা করেই যদি টাকা পাওয়া যা, তাহলে তার থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন