অল্প সময়ের ব্যবধানে ফের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে লাবছে ভারত। বৃষ্টিতে সেমিফাইনালে অনেকটা সময় নষ্ট হয়েছিল। সে কারণে নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে গায়ানা থেকে বার্বাডোজে ফাইনাল খেলতে পৌঁছেছে ভারতীয় দল। মাঝে সময় খুবই কম। প্লেয়াররা যাতে আরও ক্লান্ত না হয়ে পড়েন, সে কারণেই প্র্যাক্টিস বাতিল করা হয়।
যে ম্যাচের দিকে শনিবার নজর ক্রিকেটবিশ্বের। বার্বাডোজ়ের ব্রিজটাউনে হবে ম্যাচ। সেখানকার কেনসিংটন ওভাল স্টেডিয়ামে খেলবেন রোহিত শর্মা, এডেন মার্করামেরা। কেমন হবে সেই মাঠের পিচ?
এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পিচ নিয়ে। নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ নিয়ে বিতর্কও হয়। সেই প্রতিযোগিতার ফাইনালে খেলা হবে কেমন পিচে। আইসিসি-র প্রকাশিত ভিডিয়োয় রেইড বলেন, "ফাইনালের পিচ থেকে শুধু ব্যাটারেরা নন, সাহায্য পাবেন বোলারেরাও। ১৭ বছর ধরে আমি এই মাঠের পিচ প্রস্তুত করছি। ২০০৭ সাল থেকে এখানে আছি আমি। ধীরে ধীরে তৈরি করা হয়েছে এখানকার পিচ। জানুয়ারি মাস থেকে প্রস্তুতি চলছে। জুনে বৃষ্টি হয়। সেটা মাথায় রেখেই পিচে কম জল দেওয়া হয়েছে। এখন তাই দারুণ একটা পিচ তৈরি হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন