ভোটে জিততেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সৌমিত্র খাঁ। এর পাশাপাশি নিজের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলেরও প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলাতে। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের প্রশংসা করেই ক্ষান্ত হননি তিনি নিজের দলের রাজ্য নেতৃত্বকেও বিঁধেছেন। ভোট জয়ের পরই বিষ্ণুপুরের সাংসদের গলায় একথা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতির মহল। বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সিস্টেম তৈরি করেছে। যেটা রাজ্যের অনেক বড় নেতা ধরতে পারেননি।" সেই সিস্টেম তিনি ধরে ফেলেছেন বলে দাবি করেছেন বিষ্ণুপুরের দ্বিতীয়বারের সাংসদ। কী সেই সিস্টেম? সৌমিত্রের কথায়, "ওরা প্রতিটা লোকসভায় ২টো করে বিধানসভায় জোর দিয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন