ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে।
সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কী নতুন কোনও রাজনৈতিক সমীকরণ ইঙ্গিত করছে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা।
সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন তিনি। ঠিক দু-বছর যেতে না যেতেই ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন তিনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন সৌমিত্র খাঁ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন