বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আবেগ চেপে রাখতে পারলেন না রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে এসে তাঁর মুখে কোচ রাহুল দ্রাবিড়-সহ সতীর্থদের কথা। বিশ্বজয়ী নেতা বললেন, তিনি অধিনায়ক হিসাবে ভাগ্যবান একঝাঁক দুর্দান্ত সতীর্থকে পেয়ে।
ক্রিকেট বদ্ধারা বলেন, এক জন অধিনায়ক ততটাই ভাল, যতটা ভাল তাঁর দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিতের গলাতেও এক সুর। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বললেন, "কী বলব! ভাষা খুঁজে পাচ্ছি না। বিরাট কোহলি দুর্দান্ত ব্যাট করল। অক্ষর পটেলও ব্যাট হাতে পারফর্ম করল। আমরা লড়াই করার মতো রান করতে পেরেছিলাম ওদের জন্যই। পরে বল হাতে যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ, হার্দিক পাণ্ড্যরা অসাধারণ লড়াই করল। ওদের কথা নতুন করে কী আর বলব! বিশেষ করে বুমরা। ওর হাতে যখনই বল তুলে দিই, তখনই জাদু দেখায়। কী সব ক্রিকেটার রয়েছে এই দলে! সত্যি আমি অধিনায়ক হিসাবে ভাগ্যবান।"
রোহিত প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের। একই সঙ্গে জানিয়েছেন, কখনও হাল ছাড়েননি তাঁরা। রোহিত বলেছেন, "১৫ ওভারের পর দক্ষিণ আফ্রিকার প্রায় প্রতি বলে রান দরকার ছিল। হাতে ৬ উইকেট ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন