এদিন রোহিত শর্মার এই ইনিংসকে ব্যাখ্যা করা যায় না। সেন্ট লুসিয়ায় দেখা গেল রোহিত রোশনাই। মাত্র ৪১ বলে বিধ্বংসী ৯২ রানের ইনিংস খেললেন হিটম্যান। এদিন খেলার শুরু থেকে রোহিত আক্রমণের রাস্তা নিলেন। অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ফেলতে হলে আক্রমণের রাস্তা নিতেই হত। বিরাট কোহলি খাতা না খুলে ফিরে যাওয়ার পরে চাপটা এসেছিল বটে ভারতের উপরে। কিন্তু রোহিতের মারমুখী ব্যাটিংয়ে সেই চাপটা পড়ল অস্ট্রেলিয়ার উপরে। ২০ ওভারে ভারত করল পাঁচ উইকেটে ২০৫। অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর।
পঞ্চাশ ওভারের বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও ভারতকে ফাইনালে হারতে হয়েছিল। এদিন কি সেই চিন্তা কাজ করছিল রোহিতের মনে? বিপক্ষ দলে রয়েছেন কামিন্স, স্টার্কের মতো বোলার।
১৯ বলে অর্ধশতরান করলেন রোহিত। তার পরে খেলা যত গড়িয়েছে রোহিত আরও ভয়ংকর হয়েছেন।
রোহিত যখন এক দিকে একাই অস্ট্রেলিয়াকে শেষ করে দেওয়ার পণ করেছেন, উল্টো দিক থেকে তখন ধরার বদলে মারতে গিয়ে ফিরতে হয় পন্থকে। ঠিক যখন মনে হচ্ছে তিনি দ্রুততম সেঞ্চুরি করে ফেলবেন, ঠিক তখনই স্টার্কের ইয়র্কারে বোল্ড হন ভারত অধিনায়ক। বাইরের বল খেলতে গিয়ে আউট হন সূর্যকুমার (৩১)। স্টার্কের বলে কোনও গতি ছিল না। অফ স্টাম্পের অনেক বাইরের বলে ঝুঁকে গিয়ে ব্যাট চালালেন সূর্যকুমার। ব্যাটে লেগে বল চলে গেল উইকেটরক্ষকের হাতে। শিবম দুবেও চটজলদি ২২ বলে ২৮ রান করে যান। হার্দিক পাণ্ডিয়া শেষ পর্যন্ত রানে অপরাজিত থেকে যান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন