একটাই রিপোর্ট কার্ড। সেখানেই থাকবে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের মার্কশিট। অর্থাৎ কোনও ছাত্র বা ছাত্রী সে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটা একটি রিপোর্ট কার্ডেই দেখা যাবে। এর মাধ্যমে সেই ছাত্র ছাত্রীর কতটা উন্নতি বা অবনতি হয়েছে, তার অগ্রগতির ধারাবাহিকতা কতটা রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে।
এই কার্ডের মাধ্যমে মাধ্যমে বেশ উপকার হতে পারে পড়ুয়াদের। আগামী শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ড চালুর ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই মতো প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যাতে এই শিক্ষাবর্ষ থেকে প্রতিটা পড়ুয়া কত নম্বর পাচ্ছে সেটা নির্দিষ্ট রিপোর্ট কার্ডে যেন নথিভুক্ত করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন