এদিন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। এদিনের খেলাতে ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ব্যাটিং শুধু রশিদ খানদের প্রতিযোগিতা থেকে ছিটকে দিল তা-ই নয়, তৈরি হল লজ্জার তিন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সব থেকে কম রানের ইনিংস এটাই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। ত্রিনিদাদের পিচে বল হাতে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার পেসারেরা। প্রথম ওভারেই রহমানুল্লা গুরবাজ় আউট হয়ে যান। মার্কো জানসেন প্রথম ওভারে উইকেট নিয়ে শুরুটা করেছিলেন। পাওয়ার প্লে-র মধ্যে চলে যায় ৫ উইকেট। জানসেনের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট তোলেন কাগিসো রাবাডা। পরে উইকেট নেওয়ার উৎসবে যোগ দেন এনরিখ নোখিয়ে।
আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৫৬ রানে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানেরও সব থেকে কম রানের ইনিংস। ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭২ রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান। সেটাই এত দিন আফগানদের সব থেকে কম রানের ইনিংস ছিল। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেল।দক্ষিণ আফ্রিকা এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও দলকে এত কম রানে আউট করতে পারেনি। এ বারের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৭৭ রানে অল আউট করার রেকর্ডটি ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম বার কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছল তারা। ২৯ জুন হবে সেই ম্যাচ। ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন