দুর্নীতি মামলায় কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর কন্যা টি বীণার জবাব তলব করল কেরল হাই কোর্ট। মঙ্গলবার কেরলের আইন বিভাগের মহা নির্দশকের উদ্দেশে আদালত বলেছে, বিজয়ন এবং তাঁর কন্যাকে নোটিস পাঠাতে হবে। আগামী ২ জুলাই পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি থাকবে বলে জানিয়েছে আদালত। এই সময়ের মধ্যেই জবাব তলব করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং তাঁর কন্যার।
বীণার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে গিয়েছিলেন কংগ্রেস বিধায়ক ম্যাথিউ কুঝালানদান। তাঁর আর্জি ছিল, আদালতের নজরদারিতে বীণার তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে তদন্ত হোক। নিম্ন আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছিল।
অভিযোগ, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী তাঁর মেয়ের সংস্থাকে কোচি মিনারেলস-সহ বিভিন্ন সংস্থার বরাত পাইয়ে দিয়েছিলেন। কংগ্রেস বিধায়কের পাশে দাঁড়িয়েছে গোটা পরিষদীয় দল। কেরলের বিরোধী দলনেতা ভিডি সাথিসান বলেছেন, "বিধায়ক যে মামলা করেছেন, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সিপিএম সরকার যে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করেছে, তা ভাঙতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন