রোহিত শর্মার হাতে টি২০ বিশ্বকাপ দেখতে চান পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত ক্রিকেটের এই অন্যতম মেগা ইভেন্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারত। গায়ানায় সেমিফাইনালে মেন ইন ব্লু জস বাটলারের ইংল্যান্ডকে ৬৮ রানে পরাস্ত করেছে।
টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও গতবছর একদিনের বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার টি২০ বিশ্বকাপ জেতার যোগ্য রোহিত। এমনই বলছেন আখতার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতার খিদে রয়েছে রোহিতের। তাঁর এই মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "আমি সবসময় চেয়েছি ভারত এই টুর্নামেন্টটা জিতুক। গতবার ভারত যখন বিশ্বকাপ জিততে পারেনি, আমি খুব আঘাত পেয়েছিলাম। কারণ, ওদের হারার ছিল না। কারণ, ওরা জেতার যোগ্য ছিল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন