এক ওভারে ৪৩ রান! ক্রিকেটে মনে রাখার মতো ঘটনা ঘটে গেল। ইংল্যান্ডের ফাস্ট বোলার অলি রবিনসন বুধবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে এক ওভারে ৪৩ রান দিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ওভার।
ডানহাতি বোলার রবিনসন ২০২১ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ২০টি টেস্ট খেলেছেন। হোভে সাসেক্সের হয়ে খেলার সময় লিসেস্টারশায়ারের বিরুদ্ধে ডিভিশন টু ম্যাচে তাঁর ওভার সম্পূর্ণ করতে ৯ বল লেগে যায়।
লেস্টারের দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে ঘটে এমন কাণ্ড। কিম্বার এদিন ৫৬ বলে ৭২ রান করার পর ব্যাট করছিলেন। সাসেক্সকে ৪৪৬ রানের টার্গেট দেয় লেস্টারশায়ার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন