জাতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে বেশ পরিচিত নীতীশ কুমারের। পালটি খাওয়ায় ওস্তাদ তিনি। একদা ইন্ডিয়ার পুরোদা নীতীশ কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। ভোট মেটার পর ইন্ডিয়ার বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতীশ কুমারের। ফলাফল প্রকাশ্যে আসার পর আরজেডির শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী।
২০২৪ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে বিজেপি। জোটের দৌলতে ২৯৪ আসনে এবার সরকার গড়তে হচ্ছে মোদি-শাহদের। যে জোটের অন্যতম শরিক নীতীশ কুমারও। এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪। বলার অপেক্ষা রাখে না এই জাতীয় রাজনীতিতে এই অঙ্ক যে কোনও সময় অঘটন ঘটাতে পারে। এহেন পরিস্থিতিতেই দিল্লিতে শরিক দলগুলিকে বৈঠক ডেকেছে ইন্ডিয়া ও এনডিএ দুই শিবির। জানা যাচ্ছে, বিহারের পাটনা থেকে বুধবার সকাল ১০.৪০-এর বিমানে দিল্লি যাচ্ছেন তেজস্বী যাদব। তাৎপর্যপূর্ণভাবে ওই একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন নীতীশ। ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন শরিকের সঙ্গে নীতীশের মতো নেতার এই সফরকে একেবারেই খাটো করে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন