সিনেমা থেকে সিরিয়াল, চুটিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সম্প্রতি 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু আচমকাই সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।
স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী। গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠুর। এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে। এখনও পর্যন্ত পাঁচটি কেমো থেরাপি নিয়েছেন তিনি। সোমবার ষষ্ঠ কেমো থেরাপির সেশন রয়েছে তাঁর। এতগুলো কেমো নিয়ে অস্বস্তি অনুভব করছেন অভিনেত্রী। তিনি আরও জানান, কেমো থেরাপি শেষ হয়ে গেলে শুরু হবে রেডিও থেরাপি। এই কঠিন সময়ে স্ত্রীর পাশে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন