লোকসভা ভোট মিটেছে। হুগলি পুনর্দখল করেছে তৃণমূল। হুগলিতে জিতলেও বলাগড় থেকে লিড পায়নি তৃণমূল। আর এরপর থেকেই নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। মনোরঞ্জন ব্যাপারীর সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি দলের অস্বস্তি ক্রমশ বাড়িয়েছে। আর এবার বলাগড়ের বিধায়ক নিজেই বলছেন, ২০২৬ সালের ভোটে তাঁকে আর টিকিট দেবে না দল।
মঙ্গলবার ফের একবার বেসুরো গাইতে দেখা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ককে। বললেন, 'পুরনো না মুছলে নতুন লিখব কী করে! পুরনোগুলো মাথার উপর চেপে বসে থাকলে, নতুন ভাবনা তো আসবে না।' জানিয়ে দিলেন, দল অস্বস্তিতে পড়লেও বলাগড়ে নিয়ে লেখা চলবে। তবে এখনই যে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না সে কথাও জানিয়ে দিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন