সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যের আমলা-পুলিশদের। এ বার বেহাত হওয়া সরকারি জমি ফেরাতে উদ্যোগী হচ্ছে সরকার। নবান্ন সূত্রে পাওয়া খবর, সরকারি জমি বেআইনি ভাবে দখল হয়ে থাকলে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুরসভার মেয়র, সমস্ত দফতরের সচিব, অতিরিক্ত সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের বেশির ভাগই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন বৈঠকে। নবান্ন সূত্রের খবর, বৈঠকে ভূমি দফতরের কর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ভবানী ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজ্য পুলিশের কর্তারা। সেই বৈঠকেই ঠিক হয়, কোন কোন জেলায় সরকারি জমি দখল করে রাখা হয়েছে, তার তালিকা তৈরি করতে বলা হবে থানাগুলিকে। সেই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা খালি করবে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন