চুটিয়ে পার্টি করলেন সকলে। কিন্তু এত কিছুর মধ্যে মালাইকা অরোরাকে দেখা যায়নি বলেই খবর। আর তাতেই দুজনের বিচ্ছেদের জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল। দুই তারকার তিক্ততা কি তাহলে চরমে? উঠছে এমন প্রশ্ন।মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের 'ছঁইয়া ছঁইয়া গার্ল'। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন