বিশ্বের মানচিত্রে ভারতীয় ক্রিকেটকে আলাদা জায়গা করে দিয়েছিলেন তিনি। কিংবদন্তি শব্দ-বন্ধেই তাঁর সম্বোধন। কথা হচ্ছে 'ওয়ান অ্যান্ড অনলি' কপিল দেবকে নিয়ে। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার বিরাট কথা বলে দিলেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে। কপিল বরাবরই ঠোঁটকাটা। সত্যি কথা মুখের উপর বলতে কখনও ভাবেন না। যা ভিতরে তাই বাইরে। কপিল এবার বুমরাকে নিয়ে যে বয়ান দিলেন, তা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। কপিল সাফ বলে দিলেন যে, জাতীয় দলের সম্পদকে নিয়ে তিনি ঠিক কী ভাবেন!চলতি টি-২০ বিশ্বকাপে বুমরা রয়েছেন অসাধারণ ফর্মে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের আগেই তাঁর ঝুলিতে চলে এসেছে ১১ উইকেট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন