ঘড়ির কাঁটায় ঠিক পৌনে নটা। শিয়ালদহের উদ্দেশে ছুটছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আচমকা বিকট শব্দ। জানলা দিয়ে চোখ পড়তেই কয়েকটি কামরার যাত্রীরা দেখলেন খেলনার মতো উলটে-পালটে পড়ে পিছনের কামরা। একই লাইনে মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার একটি কামরা ঝুলছে শূন্যে! দুর্ঘটনার মুহূর্তের কথা শোনালেন অভিশপ্ত ট্রেনের যাত্রীরাই। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি চলছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন