ভোট মিটতেই রাজভবন-নবান্ন সংঘাত ফের সামনে চলে এল। 'আক্রান্তদের রাজ্যপালের দেখা না হওয়া পর্যন্ত রাজভবনে আসতে পারবেন না পুলিসমন্ত্রী', এবার 'পাল্টা চাপ' দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বো। সঙ্গে নির্দেশ, 'রাজভবনে দায়িত্বে থাকা সব পুলিসকর্মীকে বদলে ফেলা হবে'। জানা গিয়েছে, রাজভবনে রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দুশো জন 'ঘরছাড়া' বিজেপি কর্মীকেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন