টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল রাহুল দ্রাবিড়ের অধ্যায়। এখন থেকে তিনি ভারতের প্রাক্তন কোচ। তাঁর জায়গায় কে কোচ হবেন তা নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিন্নী। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য বিন্নী। তিনি শনিবার বার্বাডোজে উপস্থিত ছিলেন।
একিকে, দেশের হয়ে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাডেজা। শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসরের কথা ঘোষণা করেছিলেন। এ বার জাডেজাও অবসর করলেন। পর পর তিন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন।
শনিবার ম্যাচ শেষ হওয়ার পরেই বিরাট এবং রোহিত জানিয়েছিলেন যে তাঁরা আগামী দিনে আর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন জাদেজা। তিনি লেখেন, "আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং এক দিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন