জেতা আসন থেকে সরিয়ে দিয়ে তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছিল দল। এই সিদ্ধান্তের পিছনে বড় কোনও চক্রান্ত থাকতে পারে বলেও ভোটের পর সংশয় প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, তাঁকে দলের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পশ্চিমবঙ্গে দলের বৃদ্ধি থমকে গিয়েছে বলেও সরব হয়েছেন দিলীপ ঘোষ।
পর পর বিস্ফোরক মন্তব্যের পর এবার ফেসবুকেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী। ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, ওল্ড ইজ গোল্ড।
প্রসঙ্গত, একা দিলীপ ঘোষ নন, ভোটের ফল বেরনোর পর তাঁর সমর্থনে মুখ খুলেছেন সৌমিত্র খাঁ, নীলদ্রিশেখর দানার মতো বিজেপির সাংসদ, বিধায়করা। প্রকান্তরে সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। দিলীপ ঘোষের মতো প্রার্থীকে জেতা আসন থেকে কেন সরিয়ে দেওয়া হল, সেই বিষয়টি নিয়েও ঝড় উঠেছে রাজ্য বিজেপির অন্দরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন