সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে আবার শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের। শুধু তাই নয় দুটি আসন ছাড়া বাকি আসনগুলিতে জামানত জব্দ হতে হয়েছে বামেদের। দলের এমন পরিস্থিতি কেনও হয়েছে তার পর্যলোচনা করেছে রাজ্য কমিটি। তাতে যে বিষয়গুলি দেখা গিয়েছে তার মধ্যে অন্যতম গরিব মানুষের সমর্থন চলে যাওয়া। ঠিক এমন সময়েই দলীয় নেতা কর্মী সমর্থকদের আশা জাগিয়েছে একটি খবর। কলকাতা পুরসভার একটি সমবায়ের নির্বাচনে বিপুল ভাবে জয়লাভ করেছে বামেরা। শুধু জয়লাভই করেনি, বামেদের বিরুদ্ধে কেউ প্রার্থীও দিতে পারেনি।
শুক্রবার কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন সাউথ সুবারবান ইউনিট স্টাফ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হয়। এই নির্বাচনে সিআইটিইউ সহ অন্যান্য বামপন্থী ইউনিয়ন সমূহের জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি প্রভাবিত ইউনিয়ন কোনও প্রার্থী দিতে পারেনি বলে দাবি বাম নেতৃত্বের। জানা গিয়েছে, এখানে বারোটি ডাইরেক্টর পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে ছিল একজন এসসি, এবং দুজন মহিলা প্রার্থী। অন্য কোনও প্রার্থী না থাকায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিআইটিউ জোটের ১২ জন প্রার্থীকেই ডাইরেক্টর পদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন