জল্পনা চলছিলই লোকসভা নির্বাচনের আগে থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে 'অনু্প্রাণিত' হয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য পঙ্কজ রায় সরকার। বললেন, 'বামের ভোট রামে যাচ্ছে, রামের নেতাই বামে রয়েছে।
এদিন পঙ্কজকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন সিপিএম। পশ্চিম বর্ধমান জেলা কমিটির ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা করা, সরাসরি তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের দাবি, 'নির্বাচনকে কেন্দ্র করে দলের পলিসির নীতির বিরোধিতা করেছেন তিনি। অর্থাৎ দলের কর্মসূচির বিরোঘিতা করছেন! এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিষ্কার করা ছাড়া আর কোন উপায় থাকে না। সংশোধনের কোনও জায়গা থাকে না। দলের কোনও ক্ষতিই হবে না, বরং লাভই হবে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন