আইপিএলের টিকিট বণ্টনে গরমিল-সহ একাধিক আর্থিক বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের মুখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বৃহস্পতিবার সিএবি-র কার্যালয় ইডেন গার্ডেন্স রীতিমতো সরগরম হয়ে উঠে। খোদ প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ বাধ্য হয়ে আসেন সিএবিতে অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতে। এই ইস্যুতে বারবার তিনি সিএবি-র কাছে বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে জানতে চেয়ে চিঠি দিয়েও কোনও সদুত্তর পাননি। তাই তিনি নিজেই এদিন চলে আসেন সিএবি-তে। সঙ্গে করে নিয়ে আসেন চারপাতার একটি চিঠিও। এমনকী বিশেষ আমন্ত্রণে ডেকে আনা হয়েছিল প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। সতীশ সেই বিগত এপ্রিল-মে মাস থেকেই সিএবি-কে বারবার চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে, ইডেনে যখনই কোনও আইপিএল বা আন্তর্জাতিক ম্য়াচ হয়, তখন ১২ হাজার করে টিকিটের কেন হদিশ পাওয়া যায় না? সিএবি-র তরফে তাঁকে বলে দেওয়া হয় যে, এই টিকিটের পুরোটাই সভাপতির কোটার। তিনিই এগুলি বণ্টন করেন নিজে হাতে। সতীশ এরপর প্রশ্ন তোলেন তখন, যে সিএবি সভাপতি এই টিকিটগুলি কাকে দেনে, কোথায় যায়? কিসের ভিত্তিতে ক্লাবগুলিকেও টাকা দেওয়া হয়? অতীতে বিশ্বকাপ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ম্য়াচে, সিএবি-র টিকিট নিয়ে দুর্নীতি হয়েছে। সিএবি-র বিভিন্ন স্তরের সদস্যরাই টিকিট পানন। কিন্তু চড়া দামে বাইরে সেই টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে বার বার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন