২০২১ সালের ২০ সেপ্টেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে বাংলার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ২০২৪ লোকসভা ভোটে প্রত্যাশিত ফল না মেলায় এবার রাজ্য সভাপতি বদলের পথেই কি হাঁটতে চলেছে বিজেপি? ইঙ্গিত উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ। রবিবারই সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে চলেছেন তিনি। যার ফলে রাজ্য বিজেপি সভাপতি পদে রদবদল কি কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে ? কী বলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির সূত্রের খবর, অনেক নাম নিয়ে চর্চা চলছে কিন্তু শেষ পর্যন্ত কি রাজ্য সভাপতি বদল হবে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন