প্রায় ১৩ বছর ধরে আইসিসি ট্রফির খরা চলছে ভারতের। সম্প্রতি গতবছর হারতে হয়েছে ওডিআই বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখতে হয়েছে হারের মুখ। গতবার টি-২০ বিশ্বকাপের সেমিতেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার সেমিফাইনালের ফের ভারতের প্রতিপক্ষ ব্রিটিশরা।
মিচিল মার্শ আরো জানান, " ২০২৩ বিশ্বকাপে ভারতের রানকে আমরা একটা লিমিটে রাখতে পেরেছিলাম কারণ সেবারে আমরা রোহিত শর্মাকে তাড়াতাড়ি আউট করতে পেরেছিলাম। আমাদের জন্য যে কাজটা ট্রাভিস হেড করে, ভারতের জন্য সেটা রোহিত শর্মা করে। তবে রোহিত শর্মা অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং তিনি একজন 'ক্লাস' প্লেয়ার।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন