এদিন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। এদিনের খেলাতে ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ব্যাটিং শুধু রশিদ খানদের প্রতিযোগিতা থেকে ছিটকে দিল তা-ই নয়, তৈরি হল লজ্জার তিন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সব থেকে কম রানের ইনিংস এটাই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। ত্রিনিদাদের পিচে বল হাতে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার পেসারেরা।
কিন্তু কোথাও গিয়ে আফগান শিবিরের মনে খচখচানি একটা থেকেই যাবে। সেমিফাইনাল খেলতে ৪ ঘণ্টা দেরিতে বিমান পেয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। শুধু তাই নয়, অনুশীলন তো দূর, পর্যাপ্ত ঘুমের সুযোগও পাননি নবিরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমে টসের পর আফগান ক্যাপ্টেন রশিদ খান বলেছিলেন, 'আমাদের বিমান ৪ ঘণ্টা দেরি করেছিল। এমন পরিস্থিতি সহজ হয় না। এক ঘণ্টা ঘুমোতে পেরেছিলাম আমরা। কিন্তু আমরা নিজেদের সেরাটা তুলে ধরার জন্য তৈরি।'
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছেন, 'দল হিসেবে আমাদের জন্য কঠিন একটা রাত গেল। আমরা এর থেকে ভালো পারফর্ম করতে পারতাম। কিন্তু পরিবেশের কারণে আমরা সেটা করতে পারেনি। তবে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, যে কোনও পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।'সেমিফাইনালে আফগানের ব্যাটিং ভরাডুবি না হলে ম্যচের ফল অন্য হতে পারত। রশিদ জানান, তাঁরও মনে হয় আফগানরা সেমিফাইনালে ভালো ব্যাটিং করতে পারেনি। তবে এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস পেয়েছে আফগান শিবির। রশিদ জানিয়েছেন, আফগানরা টুর্নামেন্টটা বেশ উপভোগ করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন