রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন! তিনি কি রাজ্য ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন? রাজভবনের গতিবিধিতে সন্দেহের উদ্রেক হচ্ছে অনেকেরই। এই মুহূর্তে রাজভবন ছেড়ে রাজধানী দিল্লিতে রাজ্যপাল আনন্দ বোস। সেখানে নাকি তিনি উপরাষ্ট্রপতি ধনকড়ের স্বাক্ষাৎপ্রার্থী। এদিকে রাজ্যপাল নিযুক্ত কর্মীরাও একে একে রাজভবন ছাড়া শুরু করেছেন।
সূত্রের খবর, রাজ্যপাল দিল্লিতে গেলেও এড়িয়ে গিয়েছেন রাজ্যের সরকারি অতিথিশালা বঙ্গভবন। উঠেছেন কেন্দ্রীয় সরকারি অতিথিশালায়। সেটা অবশ্য নতুন কিছু নয়। তবে এবার রাজ্যপাল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের শরণাপন্ন হয়েছেন।
এদিকে রাজভবনে রাজ্যপাল যেসব কর্মীকে নিয়োগ করেছিলেন, তাঁদের অনেকেই ধীরে ধীরে রাজভবন ছাড়া শুরু করেছেন। সূত্রের দাবি, রাজ্যপাল নিযুক্ত অধিকাংশ কর্মীই রাজভবন ছেড়েছেন। রয়ে গিয়েছেন শুধু রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত এবং রাজ্যপালের এক বিশেষ সচিব। তাঁরাও দ্রুত রাজভবন ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, এই সন্দীপ সিং-সহ রাজভবনের তিন কর্মীকে মঙ্গলবারই জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন