আগামী ১ জুন ২০২৪ এর লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। কলকাতা উত্তর দক্ষিণ, ডায়মন্ড হারবার থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার দমদম৷ সব কেন্দ্রেরই ভাগ্যপরীক্ষা হতে চলেছে ওইদিন। শেষ দফার এই নির্বাচন তাই সব রাজনৈতিক দলের কাছেই বড় চ্যালেঞ্জ। কিন্তু, এই দফার নির্বাচনের ঠিক আগেই বিস্ফোরক এক অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দমদমে আন্ডারস্ট্যান্ডিং? কিন্তু, কার সঙ্গে কার? বলতে গিয়েই সিপিএম ও বিজেপি-কে এক বন্ধনীতে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী। বারুইপুর, মেটিয়াবুরুজ এবং কালীঘাট। বুধবারের তিন জায়গার প্রচার মঞ্চ থেকেই মমতা দাবি করলেন, দমদম লোকসভা কেন্দ্রের জন্য গোপনে আঁতাঁত করেছে সিপিএম ও বিজেপি। কী বললেন মমতা?
কালীঘাটের সভায় মমতা বলেন, "বিজেপি-র অত্যাচার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম। আমি কী করে ওদের সাথে জোট করব বলুন! আমি এই জন্য ওদের সাথে জোট করিনি। দমদম লোকসভায় শুনলাম বিজেপিকে সিটটা দিয়ে দেবে। আর বিধানসভা ভোটে বরানগর সিটটা সিপিআইএমকে ওরা দিয়ে দেবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন