কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের তল্লাশি মামলায় কোলাঘাট থানাকে তল্লাশি তদন্ত এদিন স্থগিত রাখার নির্দেশ দিলেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী ১৭ জুন পর্যন্ত এফআইআর এর উপর কোনও পদক্ষেপ নয় পুলিশের।
এদিনের শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করে বলা হয়, '১ এপ্রিল ২০২২ লিজ চুক্তি অনুযায়ী ওই অফিসের সঙ্গে কোনও যোগাযোগ নেই শুভেন্দু অধিকারীর। লিজ চুক্তি অনুযায়ী ওখানে গড়াই পরিবারের সঙ্গে দাস পরিবারের চুক্তি হয়েছে।' মামলায় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, 'অভিযোগ পাওয়ার পরপরই অফিসে পৌঁছে গেল কেন পুলিশ? কার অফিস? কে থাকে? টাকা আছে কিনা তার অনুসন্ধান না করেই পুলিশ পৌঁছে গেল তল্লাশি করতে? রাজ্যে কতগুলো ঘটনায় পুলিশ এভাবে পৌঁছে যায় তল্লাশিতে?'
অন্যদিকে শুভেন্দু অধিকারীর তরফে সওয়াল করে বলা হয়, '২০শে মে সার্চ ওয়ারেন্ট ছাড়াই কোলাঘাটের অফিসে তথা অস্থায়ী বাড়িতে পুলিশ হাজির হয়। স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ।' রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে ওই অফিসে বোমা অস্ত্র এবং নগদ টাকা মজুত করা হয়েছিল। যদিও ওই অফিস থেকে কিছুই পাওয়া যায়নি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন