বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে সোমবার। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার জন্য ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করে তেমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস প্রবেশ করছে রাজ্যে। আর সেই কারণেই, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি শুরু হবে। যা চলতে পারে বুধবার পর্যন্ত।
আবহবিদেরা এ-ও জানিয়েছেন, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়়বৃষ্টির পাশাপাশি ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাতের সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য এবং গাছ বা খুঁটি জাতীয় কাঠামোর নীচে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে রবিবার থেকেই। চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে সোমবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম হবে বলেও জানিয়েছেন আবহবিদেরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন