আজ বেরল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
পরের বছর ৩ মার্চ সোমবার নেওয়া হবে বাংলা (প্রথম পত্র), ইংরেজি (প্রথম পত্র), হিন্দি (প্রথম পত্র), নেপালি (প্রথম পত্র), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাটি, পাঞ্জাবি ভাষার পরীক্ষা।
৪ মার্চ মঙ্গলবার হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অ্যাগ্রিকালচার, পাওয়ার-- ভোকেশনাল সাবজেক্ট
৫ মার্চ বুধবার ইংরেজি (দ্বিতীয় পত্র), বাংলা (দ্বিতীয় পত্র), হিন্দি (দ্বিতীয় পত্র), নেপালি (দ্বিতীয় পত্র), অল্টারনেটিভ ইংরেজি
৬ মার্চ বৃহস্পতিবার অর্থনীতি
৭ মার্চ শুক্রবার পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষা, অর্থশাস্ত্র
৮ মার্চ শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও ও শারীরশিক্ষা, সংগীত, ভিস্যুয়াল আর্ট
১০ মার্চ সোমবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি
১১ মার্চ মঙ্গলবার রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারস্য, আরবীয়, ফরাসি
১৩ মার্চ বৃহস্পতিবার অঙ্ক, মনোবিদ্যা, অ্যানথ্রোপলজি, এগ্রোনমি, ইতিহাস
১৭ মার্চ সোমবার জীববিদ্যা, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
১৮ মার্চ মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
কাউন্সিল মারফত জানা গিয়েছে, পরের বছরের মার্কশিটে পার্সেন্টাইল সিস্টেম থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন