ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বেরাচ্ছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার কলকাতায় জোড়া পদযাত্রাও করেছেন তিনি৷ তা-ও আবার মোদির রোড-শোয়ের দিনই।
মেটিয়াবুরুজের সভায় এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা। তিনি বলেন, "ঝড় হোক, জল হোক, ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে। আমি ওকে বারবার বলি, তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কী করে?"
এরপরেই অভিষেকের বিরুদ্ধে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিঁধে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, "বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখ।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন