রেশন দুর্নীতির মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি।
এর আগে ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রীর নাম জড়িয়েছিল। ইডি সূত্রের খবর ছিল, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা। কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগাল গৌতম কুণ্ডুর সংস্থা, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল। কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি। সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এও শোনা যাচ্ছিল। যদিও এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন