কলকাতা হাই কোর্টের বিচারপতিদের 'রস্টার' পরিবর্তন। রস্টার পরিবর্তন করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। গরমের ছুটির পরে কোর্ট খুললে আগামী ১০ জুন থেকে নতুন রস্টার অনুযায়ী শুনানি হবে। বিচারপতি অমৃতা সিংহকে দেওয়া হয়েছে পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা। যদিও তিনি এর আগে পঞ্চায়েত এবং পুরসভার মামলা শুনতেন। পঞ্চায়েত মামলা গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে গিয়েছে পুরসভার মামলা। এ বার থেকে এসএসসির মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
সাধারণত বছরে কয়েক বার হাই কোর্টের বিচারপতিদের একাংশের 'রস্টার'-এর পরিবর্তন করা হয়। নিয়মমাফিক ভাবেই এই পরিবর্তন করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন