এবার দল তাঁকে টিকিটই দেয়নি। এর পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মঞ্চেও তাঁকে উঠতে দেওয়া হয়নি বলে ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এর জন্য সরাসরি দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাম না করে মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অপরূপা।
আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার দু-বারের অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল। তার বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। বুধবার মিতালি বাগের সমর্থনে আরামবাগে সভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভাস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ক্ষুব্ধ অপরূপা বলেন, 'আমি এখনও দলের সাংসদ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হরিপালের দাদা-বৌদির নির্দেশেই আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি৷ যা হয়েছে, সবাই দেখেছেন।'
এমনিতেই আরামবাগ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ২০২১-এর বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভারই অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো বিধানসভা কেন্দ্র দুটি দখল করেছিল বিজেপি। বুধবারের জনসভাতেও আরামবাগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী। এরই মধ্যে অপরূপার ক্ষোভ শাসক দলের চিন্তা এবং অস্বস্তি বাড়িয়ে দিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন