মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তাঁর নাম। তাঁর সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগের অভিযোগ। এবারের লোকসভা নির্বাচনের আবহে বেশ চর্চায় ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ। বাংলায় এত সাধু-সন্ত থাকলেও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাঁরই নাম মুখে আনলেন! কার্তিক মহারাজের বক্তব্য, এটা হঠাৎ বলা কোনও কথা নয়। এর পিছনে অনেকটা বড় পরিকল্পনা রয়েছে।
অধীর চৌধুরী বলেন, "ধর্মের কথা অপরকে না বলে, নিজে শিখুন, নিজে পড়ুন। আপনি আচারি ধর্ম। নিজে আগে ধর্ম পালন করুন, তারপর লোককে শেখান।"
আর তারপরই অধীর চৌধুরী বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, "যাঁর কথা বলেছেন, তিনি এখানে সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের প্রশ্ন রয়েছে। সাধু-সন্তের যেরকম চরিত্র হওয়া প্রয়োজন, সেই চরিত্র তাঁর নেই। তিনি সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এখানকার মানুষের কাছে পরিচিত। তিনি কখনও তৃণমূলের, কখনও বিজেপি-র, কখন তিনি কার দলের সমর্থক, তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন