হলদিয়ার বুথে দাঁড়িয়ে 'হাড়গোড় ভাঙার' হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, শনিবার ভোট চলছে তাঁর কেন্দ্র তমলুকে। তার মধ্যেই বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকেরা। এক বার নয়, দু-বার। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও 'চোর চোর' স্লোগান ওঠে। আবার কখনও 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, 'বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।'
শনিবার সাতসকালেই হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিজিৎ।
হলদিয়ার বুথের সামনে দাঁড়িয়ে যখন অভিজিৎ এ কথা বলছেন, তখন অদূরে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে। অভিজিৎকে প্রশ্ন করা হয়, আপনাকে ঘিরে এত বিক্ষোভ কেন? তারই জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। অত সাহস এখনও কারও হয়নি। আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।" এর পরেই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে এলাকার ভিড় কিছুটা হালকা হয়। গাড়ি নিয়ে বুথ থেকে সটান বেরিয়ে যান প্রাক্তন বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন