এদিন রেড রোডের নমাজেও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু।একের পর এক তোপ দাগলেন এনআইএ-ইডি-সিবিআই নিয়েও। মমতার সাফ বার্তা, "এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলা এনআরসি, সিএএ হতে দেব না।" শেষে মমতার হুঁশিয়ারি, "আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।"
বৃহস্পতিবার খুশির ইদ। সকালেই রেড রোডে নমাজের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ-এনআরসি বিরোধী কড়া বার্তা দিলেন মমতা। এমনকী, 'এজেন্সি-রাজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন