'আপনি আপনার কাজ করুন, কিন্তু ভয় দেখাতে পারেন না। আপনার অধিকার নেই।' চপার-বিতর্কে এবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, '১০ পয়সাও উদ্ধার হয়নি।
এদিন হলদিয়ায় অভিষেক বলেন, 'আপনি সার্ভে করবেন এই যে সিসিটিভি ক্যামেরা, এটা এয়ারপোর্ট অথরিটি অধীনে আসে। ওরা প্রকাশ করে দেখাক না, তল্লাশিটা কীভবে করেছে। এমনকী, আমার নিরাপত্তা থেকে একজন রেকর্ড করেছিল। তাঁকে ধমকে-চমকে, তাঁর ফোন ছিনিয়ে নিয়ে, ভিডিয়োটা মুছে দিয়েছে। এই আচরণটা ফৌজদারি অপরাধ। আপনি আপনার কাজ করুন, কিন্তু ভয় দেখাতে পারেন না। আপনার অধিকার নেই। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ করেছি। আইনি পদক্ষেপ করব।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন