নির্বাচনের মুখে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। এসএসসি মামলার রায় ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ৩৫০টি মামলার আবেদন। ২৮০ পাতার রায়ে ৩৭০টি প্যারাগ্রাফ রয়েছে। কোর্টের তরফে জানানো হয়েছে পুরো প্যানেল ‘নাল আন্ড ভয়েড’। কোর্টের তরফে জানানো হয়েছে যে ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি।
কোর্টের তরফে জানানো হয়েছে পুরো নিয়োগ বাতিল করা হল। হাইকোর্ট জানিয়েছে সিবিআই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে। রাজ্যের কারা যুক্ত সুপার নিউমারিক পোস্ট তৈরি করা নিয়ে সেটা নিয়েও সিবিআইকে তদন্ত করতে হবে।বেআইনি নিয়োগ আটকাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলেই আদালতের পর্যবেক্ষণ। ২৩ লক্ষ মোট চাকরি পরীক্ষার্থী।
এই নির্দেশের উপর SSC, বিতর্কিত চাকরি প্রার্থীরা স্টে চাইলে তা বাতিল করে দেওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছিল তাদেরকে টাকা ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সুদ-সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন