নির্বাচনের মুখে চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেই জানালেন তিনি।
গত শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাতে তৃণমূল শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা। সে প্রসঙ্গ উল্লেখ করে মমতা সোমবার বলেন,"বোমা ফাটাবেন বোমা। কী বোমা? ২৬ হাজার শিক্ষকের চাকরি বোমা। আমরা লড়ে যাব। লড়াই করব। চিন্তা করবেন না। জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে আছি। লড়ব। টোটাল রায়কে চ্যালেঞ্জ করছি। ২৬ হাজার ছেলেমেয়ে মানে দেড়-দুলক্ষ পরিবার। বলছে বেতন ফেরত দিতে হবে। ৭-৮ বছর যাঁরা চাকরি করেছেন তাঁদের ৪ সপ্তাহে বেতন ফেরত দিতে বলছে। এটা সম্ভব?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন