প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। উত্তেজিত হয়ে দলীয় কর্মীকে ইডিয়েট বললেন বিদায়ী সংসাদ। বুধবার, সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
৩ মে চতুর্থ দফায় ভোট হবে বীরভূমে। জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক দল। দীর্ঘদিন ধরেই নিজের লোকসভা কেন্দ্রে পড়ে রয়েছেন শতাব্দী। বুধবার, তিনি খাগেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারছিলেন। সেখানে এক তৃণমূল কর্মীর বিভিন্ন প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন-সহ একাধিক প্রশ্ন ধেয়ে আসে তাঁর দিকে। সেই প্রশ্নতেই মেজাজ হারান তৃণমূল প্রার্থী। তাঁকে বলতে শোনা যায়, "ইডিয়টের মতো কথা বলছেন। আপনি একটা ইডিয়ট।" যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন