প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক এবং শিক্ষিকার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তার বিরোধিতায় রাজ্য সরকার যতদূর সম্ভব আইনি লড়াই চালাবে বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পূর্ব বর্ধমানের ভাতারের সভা থেকে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, এত শিক্ষকের একসঙ্গে চাকরি চলে গেলে স্কুলগুলিতে পঠনপাঠন কীভাবে চলবে?মুখ্যমন্ত্রী বলেন, 'আজ কোনও ছেলেমেয়ে আত্মহত্যা করলে দায়িত্ব নেবেন?
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, 'আমি রায়দান সম্পর্কে বলছি। বিচারপতির নাম বলছি না, প্রয়োজন পড়ে না৷ বলতে পারত, এখানে ভুল আছে সংশোধন করে দিন। সবটা তো আমি করি না। শিক্ষা দফতর, প্রাইমারি বোর্ড, মাধ্যমিক বোর্ড, এসএসসি, কলেজ সার্ভিস সব আলাদা আলাদা। একতরফা রায় দিয়ে একসঙ্গে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন